প্রশ্ন উত্তর কেন বাংলায়?

বাংলা ব্যবহার করার প্রধান ও অন্যতম উদ্দেশ্য হলো, সকল শ্রেণীর মানুষকে তার কাঙ্কিত তথ্য পেতে সহায়তা করা। এছাড়াও, আপনার যদি কোন প্রশ্ন থাকে, যার উত্তর এখানে খুজে পাওয়া যায়নি, সেক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন

বাল্ক এসএমএস মূলত একটা এসএমএস সার্ভিস। এটা ব্যবসায়িক কাজে ব্যবহার করা হয়। আপনি হয়তো খেয়াল করবেন, ব্যাংক এ লেনদেন করলে আপনার মোবাইলে একটি এসএমএস পাঠানো হয়, এছাড়াও প্রত্যেক মাসের বিদ্যুৎ বিল কত টাকা আসলো তা আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে পাঠানো হয়। এটাই মূলত বাল্ক এসএমএস সার্ভিস।


এই সেবার মাধ্যমে কম খরচে এসএমএস পাঠানো যায়। আবার পরিমাণে ও বেশি কিনতে হয়। তবে হ্যা, আপনি যদি এই সেবাটি আপনার ব্যাক্তিগত এসএমএস পাঠানোর কাজে ব্যবহার করেন, এই যেমন: আপনার প্রেমিক অথবা প্রেমিকা কে এসএমএস দেয়া, কাউকে হুমকি দেয়া, অথবা বন্ধু বান্ধবকে দৈনিন্দিন এসএমএস পাঠানো ইত্যাদি। সেক্ষেত্রে একাউন্ট ব্লক করে দেয়া হতে পারে। এরকম হলে, আপনি অর্থ ফেরত ও চাইতে পারবেন না।

না, বাল্ক এসএমএস সেবা নিতে বা এই এসএমএস পাঠাতে আপনাকে কোন সিম কিনতে হবে না? তবে, একাউন্ট নেয়ার জন্য আপনার এন.আই.ডি কার্ড থাকতে হবে।


এসএমএস পাঠানোর জন্য আমরা আপনাকে একটা ওয়েব সাইট দিব, সেখানে গিয়ে আপনি আপনার লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে এসএমএস পাঠাতে পারবেন। সেখানে, আপনি চাইলে কনটাক্ট নাম্বার সংরক্ষর ও করে রাখতে পারবেন, এছাড়াও আরো বেশ কিছু সুযোগ সুবিধা আছে। বিস্তারিত জানতে আমাদের সাপোর্ট টিম এর সাথে যোগাযোগ করুন।

জ্বি, আপনি পৃথিবীর যেকোন সময় বা জায়গা থেকে এসএমএস পাঠাতে পারবেন। তবে, এসএমএস পাঠানো যাবে শুধু মাত্র বাংলাদেশের অপারেটর গুলোতে। নিচে আমাদের পার্টনার অপারেটর গুলো দেয়া আছে, দেখে নিতে পারেন।


এই এসএমএস গুলোর মেয়াদ আসলে নির্ভর করে। ১ মাস থেকে সর্বোচ্ছ ১০ বছর পর্যন্ত মেয়াদ হতে পারে। মূলত, মেয়াদের বিষয়টা অনেকটা নির্ভর করে আপনি কতগুলো এসএমএস নিচ্ছেন তার উপরে।

আমাদের কাছ থেকে বাল্ক এসএমএস একান্ট নিতে কোন টাকা লাগে না। শুধু মাত্র এসএমএস এর টাকা দিতে হয়। কোন ধরনের লুকায়িত চার্জ সহজে যেটাকে হিডেন চার্জ বলে, এধরনের কোন চার্জ নেই।


আপনি যদি একান্ট করতে চান, তাহলে ডান পাশে দেওয়া যেকোন একটা মাধ্যম ব্যবহার করে যোগাযোগ করুন।

সব ঠিক থাকলে সর্বৌচ্ছ ১ ঘন্টা সময় লাগবে (সর্বৌচ্ছ)। আর ডকুমেন্ট! খুব বেশি কিছু লাগবে না। আপনার নাম, এন.আই.ডি নাম্বার, মোবাইল নাম্বার, ইমেইল ব্যাস। এতেই হয়ে যাবে।


বি:দ্র: তথ্য যাচায় করার সার্থে আপনার এন.আই.ডি-র স্ক্যান কপি চাওয়া হতে পারে।

আমাদের কাছ থেকে আপনি সর্বনিম্ম ১৫০ টি এসএমএস কিনতে পারবেন। যার মেয়াদ থাকবে ১ মাস। মূলত অনেকেই সার্ভিস যাচাই করতে চান, এখন যাচায় করার জন্য নিশ্চয় কেউ ১০,০০০ এসএমএস কিনতে চাইবে না। তাই এই প্যাকেজটা রাখা হয়েছে। আরো কিছু ছোট এসএমএস প্যাকেজ আছে যেগুলো মূলত ছোট ব্যবসায়িদের জন্য রাখা হয়েছে। আমাদের কাছে সবার জন্যই কিছু না কিছু আছে।


১৫০ টি এসএমএস কিনে যাচায় করার পর আপনার সার্ভিস পছন্দ হলে যদি আপনি ১০,০০০, ২০,০০০, ৩০,০০০ বা যেকোন পরিমানের এসএমএস ক্রয় করেন সেক্ষেত্রে আপনার আগের এসএমএস সহ মেয়াদ বেড়ে যাবে নতুন প্যাকেজ এর নিয়মে।

অবশ্যই পারবেন। কোন অতিররিক্ত ফি ছাড়াই পারবেন। প্রত্যেক দিনের, আগের, শেষ সাত দিনের, চলতি মাসের, সামারি, ডিটেইলস্, লেনদেন রিপোর্ট সহ আরো বেশ কিছু রিপোর্ট আছে।


এগুলো কোথায় কিভাবে পাওয়া যাবে কোনটার কি মানে, সবকিছুই আপনাকে বুঝিয়ে দেওয়া হবে যদি আপনার বুঝতে সমস্যা হয়।

সহজ প্রশ্ন, হ্যাঁ/না দিয়ে উত্তর দিয়ে দেয়া যাবে। কিন্তু, তাহলে আপনি আমাদের ভুল বুঝবেন। কারণ আমরা যদি বলি এসএমএস যাবে, সমস্যা নাই তাহলে আপনি হয়তো নিজের নাম্বার টা বন্ধ করে এসএমএস পাঠিয়ে যাচায় করতে গিয়ে দেখলেন এসএমএস গেলো না। তাই উত্তর টা হ্যাঁ দিয়ে দিব কিন্তু একটু বিস্তারিত ভাবে। সবচেয়ে ভালো হয় যদি আমাদের সাপোর্ট টিম এর সাথে কথা বলেন। যোগাযোগের মাধ্যম গুলো ডানে/নিচে দেয়া আছে।


আমরা বন্ধ নাম্বারে এসএমএস পাঠিয়ে চেক করে দেখেছি, এসএমএস টা যায় তবে সেটা নাম্বার চালু হওয়ার সাথে সাথে যায় না। ঠিক কতক্ষন পরে এসএমএস টা রিসেন্ড হয় সেটা আমাদের ও জানা নেই। কারণ, এটা সম্পূর্ণ মোবাইল অপারেটরদের ব্যপার। তবে, আমরা এমন ঘটনা দেখেছি যেখানে এসএমএস টা রাত ১২ টা বা এর আশে পাশের সময়ে গেছে। তাই, যদি বন্ধ নাম্বারে এসএমএস পাঠান তাহলে আপনাকে সর্বনিম্ম ১২ ঘন্টা আর সর্বৌচ্ছ ২৪ ঘন্টা অপেক্ষা করতে হতে পারে। তবে, ডেলিভারি রিপোর্ট আপডেট হবে না। এটা নিয়ে আরেকটা বিস্তারিত উত্তর দেয়া আছে, সেটা পড়ে দেখুন।

আপনি যখন কোন মোবাইল নাম্বার আপনার মোবাইলে সেভ করেন তখন একটা নাম দিয়ে সেভ করেন, তাই না? যখন ঐ ব্যক্তি আপনাকে কল অথবা এসএমএস পাঠায় তখন ঐ নাম টা দেখায় কোন নাম্বার নয়, তাই না? কিন্তু সেভ না করার পর ও আপনি যাকেই এসএমএস পাঠাবেন তার মোবাইলে আপনার নাম বা কোম্পানীর নাম দেখাবে আর এটাকেই মাস্কিং এসএমএস অথবা ব্যান্ড এসএমএস বলা হয়।


খুব সহজে বলতে গেলে মাস্কিং এসএমএস ব্যবহার করে কাউকে এসএমএস পাঠালে কোন নাম্বার না দেখিয়ে সেখানে আপনার ব্যান্ড অথবা কোম্পানীর নাম দেখাবে। এই যেমন আমারা যদি আপনাকে এসএমএস পাঠায় তাহলে আপনার ইনবক্স [QUICK SMS] এই নামটা দেখাবে। কিন্তু আমাদের নাম্বার কি আপনার মোবাইলে সেভ আছে? তাহলে নাম কিভাবে আসবে? এটাই মাস্কিং। সাধারণ এসএমএস-এর চাইতে এর দামটা একটু বেশি হয়।

কোম্পানীর নাম/ব্রান্ড এর নাম রেজিট্রেশন করতে সাধারণত ৭ - ১৫ দিন সময় প্রয়োজন হয়। কারণ, আপনার কোম্পানীর নামে মাস্কিং করতে আমরা প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট সহ আমাদের সকল পাটনার অপারেটর এর কাছে প্রেরণ করি। তারা, তা যাচায় করে আবার আমাদের কাছে পৌছাতে এ সময় প্রয়োজান হয়।


কোম্পানীর নাম রেজিট্রশন করতে আপনাকে যেসব ডকুমেন্ট দিতে হবে সেগুলো হল: ট্রেড লাইসেন্স, এন.আই.ডি, কোম্পানীর প্যাডে একটা চিঠি ব্যাস এতেই হয়ে যাবে। আর হ্যা, চিঠির ফরমেট আমরাই আপনাকে দিয়ে দিব। আপনাকে শুধু কোম্পানীর প্যাড এ প্রিন্ট করে সাক্ষর করে একটা স্ক্যান কপি আমাদের কাছে ই-মেইল এর মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এন.আই.ডি ও ট্রেড লাইসেন্স সহ।

মাস্কিং এসএমএস এর ক্ষেত্রে আপনাকে সর্বনিম্ম তিন হাজার এসএমএস কিনতে হবে (প্রথমবার)। পরবর্তীতে এক হাজার এসএমএস বা তার বেশি যেকোন পরিমানের এসএমএস নেয়া যাবে।


মেয়াদ শেষ হওয়ার আগে আপনি একাউন্ট রিচার্জ করলে আপনার সুবগুলো এসএমএস এর মেয়াদ আবার বেড়ে যাবে। মেয়াদ নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় সহযোগীতা করি। আসলে অনেকেই ভাবেন যে তিন হাজার এসএমএস কিভাবে ৬ মাসে শেষ করবো। কিন্তু পরে দেখা যায় তিন হাজার শেষ করে আরো দশ হাজার নিতে চায়।

আপনি যখন এসএমএস পাঠাবেন তখন সেটা একটা নাম্বার থেকে যাবে। এই নাম্বার থেকে যাওয়া এসএমএস গুলোকে মূলত নন-মাস্কিং এসএমএস বলে। দুই ধরনের নন-মাস্কিং এসএমএস পাওয়া যায়। একটা Fixed নাম্বার, আরেকটা Random নাম্বার।


নন-মাস্কিং এসএমএস ক্ষেত্রে আপনি যখন এসএমএস পাঠাবেন তখন ম্যাসেজ গুলো একটা নির্দিষ্ট নাম্বার থেকে যাবে। এজন্য বলা হয় সেন্ডার আইডি: ফিক্সড। অনেক সার্ভিস প্রোভাডারের এসএমএস গুলো Random নাম্বার থেকে যায়। সহজে বলতে গেলে একেক বার একেক নাম্বার থেকে এসএমএস যায়।

আপনি যখন একাউন্ট রেজিট্রেশান করবেন তখন আমরা আপনার জন্য একটা সেন্ডার আইডি বা নাম্বার বরাদ্ধ দিয়ে দিব, যেটা আপনি আপনার একাউন্টে দেখতে পাবেন। আপনার এসএমএস গুলো ঐ নাম্বার থেকেই যাবে।


না, ইচ্ছামত নাম্বার দিতে পারবেন না। নাম্বারটা আমরা দিয়ে দিব।

আমাদের সেন্ডার আইডি গুলো ০৯৬ সিরিয়ালের। অনেকের আবার ০১৮,০১৫ এই ধরনের নাম্বার। ০১৮ সিরিয়ালের নাম্বার দেখে অনেকে আবার ভাবেন এই নাম্বার গুলো তাদের নাম্বার এগুলোতে কল ও করা যাবে। কিন্তু না, আপনার ধারণা ভুল, কোন নাম্বারেই কল যাবে না। যদি না সেটা কোন নির্দিষ্ট অপারেটর এর না হয়। এই নাম্বার শুধু মাত্র এসএমএস এর জন্য।


সঠিক কারণ ও শর্ত সাপেক্ষে আমরা বিভিন্ন সময় নাম্বার পরিবর্তন করে দিয়ে থাকি। তবে, সেটা সবসময় না। এই বিষয়ে আমাদের সাপোর্টে এ সরাসরি কথা বললে ভালো হবে।

ভয়েস এসএমএস টা অনেকটা কাউকে কল দিয়ে অডিও শোনানোর মতে। তবে, ভয়েস এসএমএস এর ক্ষেত্রে অডিও-র গুণগত মান অনেক ভালো হয়। আমরা দুই ধরনের ভয়েস এসএমএস দিয়ে থাকি। একটা ৩০ সেকেন্ড স্লট এর আরেকটা ৬০ সেকেন্ড।


নিরাপত্তার সার্থে ব্যবহারকারীকে ভয়েস এসএমএস পাঠানোর অনুুমুতি দেয়া হয় না। আপনার এসএমএস টা আমরা আপনার হয়ে পাঠিয়ে দিব। তবে হ্যা, সাপোর্টে কথা বলে আপনার প্রয়োজন তুলে ধরেন, কেন আপনি পাঠাতে চান, সেটার সাপেক্ষে যক্তি তুলে ধরেন তাহলে হয়তো অনুমুতি দেয়া হবে।

ভয়েস কল এর জন্য আপনার অডিও ফাইলটা অবশ্যই (wav) ফরম্যাট এর হতে হবে। এটা আপনি যেকোন কনভার্টারের মাধ্যমে খুব সহজে করে নিতে পারবেন।


আসলে, এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি যেই ম্যাসেজ টা পাঠাতে চান, সেটা যেকোন ফরম্যাট এ রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিন, বাকীটা আমরাই করে দিব। চিন্তার কোন কারণ নাই। আপনাকে স্যামপল এমএসএস ও করা হবে।

রিসেলার হচ্ছে তাদের জন্য যারা এসএমএস নিয়ে আবার বিক্রি করতে চান। রিসেলার হলে আপনি ইউজার তৈরি করতে পারবেন। ইউজারকে ব্যালেন্স দিতে পারবেন। ব্যবহারকারী অনুযায়ী এসএমএস এর দাম সেট করতে পারবেন।


আমাদের রিসেলার প্যাকেজ গুলোর মেয়াদ আনলিমিটেড। তবে, সত্যি বলতে আনলিমিটেড কেউ ই দিতে পারবে না। মূলত সর্বৌচছ মেয়াদ ১০ বছর। যেটাকে সবাই আনলিমিটেড বলে। আরো বিস্তারিত জানতে আমার সাপোর্ট-এ যোগাযোগ করুন।

অবশ্যই, আমাদের রিসেলার প্যানেল পুরোপুরি হোয়াইট লেভেল বা কাস্টোমাইজেবল। আপনাকে আলাদা একটা প্যানেল দেয়া হবে। আপনি আপনার ডোমেইন বা সাব ডোমেইন যুক্ত করতে পারবেন। লোগো সেট করতে পারবেন। ফুটার টেক্স পরিবর্তন করতে পারবেন। আপনার ইউজার রা আপনার প্যানেল ব্যবহার করে লগইন করবে।


আরো, বিস্তারিত জানতে: ০১৮১০০৪৭৩৯৩

জ্বি, আমাদের এপি.আই সুবিধা আছে। কিন্তু, এর জন্য আপনাকে আলাদা কোন টাকা দিতে হবে না। এপি.আই সুবিধা ফ্রি।


এসএমএস পাঠানোর জন্য আপনাকে একটি ওয়েব বেইস সফট্‌ওয়্যার এর লিংক এবং লগইন আই.ডি এবং পাসওয়ার্ড দেয়া হবে। একাউন্ট এ লগইন করলে বামে একদম নিচে ডেভেলপার একটা অপশন থাকবে, সেখানে এপি.আই ডকুমেন্টেশন পেয়ে যাবেন (উদহারণ সহ)। এপি.আই নিয়ে আরো বিস্তারিত

জ্বি, আমাদের নিজস্ব প্লাগইন আছে। এছাড়াও.. এই মুহুর্তে বাংলাদেশে যেসকল প্লাগইন এসএমএস সার্ভিস এর জন্য ব্যবহার হচ্ছে, সেগুলোর সাথে ও আপনি আমাদের সার্ভিস ইনট্রিগ্রেট (সংযুক্ত) করতে পারবেন।


এসএমএস কেনার পর, আমাদের সাপোর্টে মেইল দেয়ার মাধ্যমে বা সরাসরি কথা বলে আপনি প্লাগইন নিয়ে নিতে পারবেন।

আমাদের সাপোর্ট টিম দিনে ১৫ ঘন্টা এবং সপ্তাহে ৭ দিন আপনাকে সেবা দিতে প্রস্তুত আছে। (এই লকডাউনেও)

  • Department: Support
  • Contact: 01810047393
  • Email: support@quicksms.xyz
  • Website: www.quicksms.xyz